<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড, এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেডসহ ছয় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত নোটিশে কারখানা বন্ধের বিষয়টি জানানো হয়। কারাখানা বন্ধের খবরে বিক্ষোভ করেন শ্রমিকরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোটিশে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের ছয় কারখানার সব শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষের নির্দেশে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও শুধু জরুরি বিভাগসমূহ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়। বন্ধ ঘোষণা করা বাকি চার কারখানা হলো এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (২), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর এবং একটি বাঁশখালীতে অবস্থিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে কারখানা বন্ধ ঘোষণার পরপরই এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডে বিক্ষোভ শুরু হয়। শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় সব কিছু স্বাভাবিকভাবে চললেও আকস্মিক বন্ধের নোটিশ দেওয়া হলো। আমরা আকাশ থেকে পড়লাম। পরিবার-পরিজন নিয়ে চলব কিভাবে?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশ না করার শর্তে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের এক কর্মকর্তা বলেন, এস আলম গ্রুপের কারখানায় নিয়োগপ্রাপ্ত এবং ক্যাজুয়াল মিলে ১৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তাঁরা। নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ করেন। কারখানা চালু করা না হলে পরে সবার সঙ্গে আলোচনা করে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষয়টি নিশ্চিত করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা নোটিশ পেয়েছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>