<p style="text-align:justify">আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পশ্চিম কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে। বুধবার ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশে যাচ্ছিল উড়োজাহাজটি। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। </p> <p style="text-align:justify">কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটির ২৫ আরোহী বেঁচে আছেন। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে কাজাখস্তানের স্বাস্থ্য কর্মকর্তারা ১৪ আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর কথা জানিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। </p> <p style="text-align:justify">এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাকু থেকে উড্ডয়ন করা উড়োজাহাজটি কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়। এ সময় উড়োজাহাজে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানা যায়নি।</p>