<p>লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে গেছে। এ ছাড়া পিছিয়ে দেওয়া হচ্ছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। স্থগিত রাখা হয়েছে বেশ কিছু জনপ্রিয় টক শো। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। </p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) অস্কার মনোনয়ন ঘোষণার কথা থাকলেও এই ঘোষণা এখন ১৯ জানুয়ারি করা হবে। দাবানলের কারণে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ১০ হাজার একাডেমি সদস্যের ভোটের সময়সীমাও দুই দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736574236-332f9f45cafd1b3595d8656744b552eb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/11/1467424" target="_blank"> </a></div> </div> <p>দাবানলে পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। এখন তা ২৬ জানুয়ারি করা হয়েছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান’, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্ল’সহ বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিংও বাতিল করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু জনপ্রিয় টক শো’র সম্প্রচারও সাময়িক স্থগিত রাখা হয়েছে।</p> <p>এদিকে দাবানলে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। কাউকে এক কাপড়েই বাড়ি ছাড়তে হয়েছে। সার্বিক দিক বিবেচনায় অস্কার পুরস্কারের আসর পেছানো হয়েছে। স্থগিত করা হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা ছাড়া আরো কিছু অনুষ্ঠান। পাশাপাশি চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে। জানা গেছে, অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের সাবেক সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাঁদের বাড়ি হারিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, প্রাণে বাঁচলেন নোরা ফাতেহি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736573031-4fac51c6a6c635c90fa6494a7705ee58.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, প্রাণে বাঁচলেন নোরা ফাতেহি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/11/1467419" target="_blank"> </a></div> </div> <p>দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক। তবে বেনের বাড়িটি দাবানল গ্রাস করতে পারেনি। অক্ষত আছে। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন দুই কোটি ডলারে। এর মধ্যে খবর এসেছে, আদালতের রায়ে অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে তাঁর বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেছে।</p> <p>গোল্ডেন গ্লোব, এমি ও সেগ পুরস্কারজয়ী ৭৩ বছর বয়য়ি হলিউড তারকা জিন স্মার্ট ইনস্টাগ্রামে লিখেছেন, তার পরিবার নিরাপদে থাকলেও বাড়িটি রক্ষা করা যায়নি। অভিনেত্রী ম্যান্ডি মুর লিখেছেন, দাবানল থেকে বাঁচতে তিনি তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে এলাকা ছেড়েছেন। আগুন গ্রাস করেছে টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটনের বাড়িও। শহরের বাইরে থাকায় হিলটন এই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।</p> <p>টম হ্যাংকস, স্টিভেন স্পিলবার্গ ও রিটা উইলসনের মতো তারকারাও থাকেন প্যাসিফিক প্যালিসেডসে। অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে প্রাণে বেঁচেছেন এই অভিনেতা।</p>