<p>নতুন আন্ডারগ্রাউন্ড ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি)। ইরান শুক্রবার বলেছে, সেখানে তারা ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে। আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজ এ খবর দিয়েছে।</p> <p>ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে শুক্রবার প্রচারিত ভিডিওতে দেখা যায়, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। হাজিজাদেহ ওই স্থানটিকে ‘সুপ্ত আগ্নেয়গিরি’ বলে বর্ণনা করেছেন বলে তাসনিমের খবরে বলা হয়েছে।</p> <p>ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে, তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে।</p> <p>ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি শুক্রবার ঘোষণা করেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে। ইরান ক্রমাগত তার ক্ষেপণাস্ত্রের পরিমাণ, গুণগত মান এবং নকশার দিক থেকে উন্নতি ঘটিয়ে যাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভ্যাট বৃদ্ধি, কষ্ট বাড়বে সাধারণ মানুষের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736575818-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভ্যাট বৃদ্ধি, কষ্ট বাড়বে সাধারণ মানুষের</p> </div> </div> </div> </div> </div> <p>তিনি আরো বলেন, আইআরজিসি এরোস্পেস ফোর্স অদূর ভবিষ্যতে আরো নতুন ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সুবিধা উন্মোচন করবে। </p>