<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে মামলার আসামি উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক মামলাটি করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া, ১০ জন পুলিশ সদস্যকে মারধর এবং থানায় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে মামলায়। উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা ও সদস্যসচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ১৬০-১৭০ জনকে আসামি করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে শ্রীনগর থানা থেকে একটি মামলার প্রধান আসামি তরিকুলকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।</span></span></span></span></span></p>