<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা পদ্ধতির সংস্কার নিয়ে দেশজুড়ে গণ-আন্দোলন এবং ক্ষমতার বড় ধরনের পরিবর্তনের পরও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভর্তিতে বিদ্যমান রয়েছে পুরনো কোটাপদ্ধতি। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোটা, পোষ্যকোটাসহ বিভিন্ন ধরনের কোটা এখনো বিদ্যমান রয়েছে, যা সংশোধনের দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সব ধরনের কোটা সংশোধনের পক্ষে। এ বিষয়ে আমরা শিগগির কমিটি গঠন করব। শিক্ষা মন্ত্রণালয় অথবা ইউজিসি যে নির্দেশনা দিবে, সে আলোকেই আমরা সংশোধন নিয়ে আসব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>