<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের ছবির মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে পারছি। আরো কিভাবে বিশ্বের কাছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারি, সরকার থেকে সেই সহযোগিতা করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বের কাছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে হবে। আমি চাই, ঢাকা হবে সাংস্কৃতিক ভূমি। বহু ভাষাভিত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে চাই ঢাকাকে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি নাহিদ ইসলাম। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে গতকাল ৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। উৎসবে পাঁচটি ভেন্যুতে ৭৫টি দেশের ২২০টি সিনেমা দেখানো হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেই মিলনায়তনে প্রবেশ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, চলচ্চিত্র পারস্পরিক সম্পর্ক ও আন্তঃসম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উৎসব দীর্ঘদিন ধরে নানা দেশের ছবি দেখানোসহ বিভিন্ন চলচ্চিত্রকর্মী ও নির্মাতার মেলবন্ধন ঘটাবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শু ইয়াং দুই দেশের ছবি বিনিময়ের মাধ্যমে আন্তঃসম্পর্কের বিষয়টি জোরদারের কথা বলেন। তিনি বলেন, এই আন্তঃসম্পর্কের মধ্য দিয়ে দুই দেশের সভ্যতা ও সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী সংগীত পরিবেশন করে স্বনামধন্য ব্যান্ড জলের গান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর পরই উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন ম্যান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ ছাড়া ১২ ও ১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে হবে উইমেন ইন সিনেমা কনফারেন্স। আর ১৭ ও ১৮ জানুয়ারি জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স অডিটরিয়ামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাস।</span></span></span></span></span></p>