<p>মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার। </p> <p>এদিকে, ছিনিয়ে নেওয়া আসামী যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।</p> <p>তিনি আরো জানান, এসময় মামলার এজাহারভুক্ত আরো ৩ আসামি শুভ পাঠান, সিয়াম পাঠান ও হিমেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা সবাই যুবদল নেতা।</p> <p>এর আগে থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি করে। ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায়। আন্দলোনকারীদের নিবৃত্ত করে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে পুলিশ সদস্যরা। আশ্বস্ত হয়ে আন্দোলনকারীরা দুপুর পৌনে ১টায় মহাসড়ক থেকে সরে যায়।</p> <p>উল্লেখ্য, শ্রীনগরে থানা থেকে ফৌজদারি মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। রাত ১০টার দিকে থানায় হট্টগোল বাধিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।</p>