<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করতে সারা দেশে গতকাল শুক্রবার দুপুরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গতকাল এ তথ্য দেন। তিনি বলেন, তাঁকে ধরার চেষ্টা চলছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এ তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে এর আগে একজন এএসআইকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, গত বছরের ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন ওসি শাহ আলম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাঁকে বদলি করা হয়। এর পর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে থানার একটি কক্ষে রাখা হয়। পরের দিন বৃহস্পতিবার আদালতে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের একটি সূত্র জানিয়েছে, মো. শাহ আলম পালিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শকের (অপারেশনস) কক্ষ থেকে। এ সময় থানার বর্তমান ওসি, পরিদর্শক (তদন্ত), মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা থানায় ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। সাবেক এই ওসির বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. লিটন শরীফ বলেন, ওই মামলায় গত বুধবার তাঁকে (শাহ আলম) কুষ্টিয়া থেকে ঢাকায় আনা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন মো. শাহ আলম (৪২)। তাঁকে ধরতে এরই মধ্যে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। তথ্য-প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে।</span></span></p>