<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, বরিশাল বিভাগে একজন, চট্টগাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে পাঁচজন, এ ছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন আক্রান্ত হয়েছে।</span></span></span></span></span></p>