<p>চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অবহেলায় আয়ান ইসলাম নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সে গোমস্তাপুরের রহনপুর পৌর মুক্তাশা হলপাড়া এলাকার আমিন আলির ছেলে।</p> <p>শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে শিশুটির মৃত্যুর পর হাসপাতালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুটির স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এতে হাসপাতালে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং অন্য রোগীদের সেবা প্রদান বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। শিশুর বাবা এ ব্যাপাারে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।</p> <p>উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, গত ৮ জানুয়ারি বিকালে শিশুটি ডায়ারিয়াজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুর বাবা অভিযোগ করেছেন, নার্সরা চিকিৎসকের নির্দেশনা যথাযথ পালন করেনি। তাদের ডাকলেও সাড়া দিতেন না। তারা সময়মতো স্যালাইন দেওয়াসহ অন্যান্য কর্তব্য পালন করলে শিশুটির অকাল মৃত্যু হতো না। ভর্তির পর শিশুটির অবস্থার উন্নতি হয়নি। গত শুক্রবার রাত থেকে অবস্থা আরো খারাপ হতে থাকে। এসব অভিযোগের ভিত্তিতে আম্বিযা খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন নামের তিন নার্সকে কর্তব্য থেকে বিরত রাখা হয়েছে (সাময়িক বরখাস্ত)। এ ব্যাপারে তদন্ত হবে এবং কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে নার্সিং কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।</p> <p>গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে এ ব্যাপারে তদন্তভার দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>