<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ আগুনের ঘটনায় সরকারি সব দপ্তরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটলে তা ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে সরকারি দপ্তরগুলোর দেখভালের দায়িত্বে থাকা গৃৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সরকারি দপ্তরগুলোয় রাতের নিরাপত্তা ও টহল বাড়ানোসহ পাঁচ দফা নির্দেশনা দিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। বৈদ্যুতিক সুইচ অফ করাসহ গুরুত্বপূর্ণ নথি নিরাপদে সংরক্ষণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এদিকে আগুনের ঘটনার ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের সাত নম্বর ভবন। ৯ তলা ভবনের পাঁচতলা পর্যন্ত অফিস চালু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রবিবার থেকে সেখানে অফিস করতে শুরু করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। এ ঘটনায় ষষ্ঠ থেকে নবমতলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। আগুনে পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিও। আগুন নেভাতে গিয়ে পানির সরবরাহ লাইন সংযোগ দেওয়ার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী ট্রাকচাপায় নিহত হন। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। প্রাথমিক প্রতিবেদনও দিয়েছে কমিটি। প্রতিবেদন অনুযায়ী, আগুনের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছিল সেখানে বুয়েট, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সেনাবাহিনীর বোমা ও ডগ স্কোয়াড এবং পুলিশ বাহিনী থেকে সিআইডির টিম কাজ করেছে। প্রাথমিক তদন্ত শেষে সবাই এক মত হয়েছেন, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এর সঙ্গে নাশকতা কিংবা অন্য কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই ঘটনার পর কর্মকর্তা-কর্মচারী এবং আওতাধীন দপ্তর-সংস্থায় চিঠি পাঠিয়ে অগ্নিকাণ্ডসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। সরকারি স্থাপনা, ভবন ও অফিসগুলোর দেখভালের দায়িত্বে থাকা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এরই মধ্যে পাঁচ দফা নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে সতর্ক করেছে। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারা দেশে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দপ্তর ও সংস্থাগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় পাঁচটি নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলো। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক. দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের টহল অধিকতর জোরদার করতে হবে। সন্দেহজনক কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তার দায়িত্বে কর্মরতদের অবগত করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই. অফিসপ্রধানরা অফিস ত্যাগের আগে আবশ্যিকভাবে দপ্তরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে যথাসময়ে অফিস ত্যাগ করবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিন. কর্মরত নৈশপ্রহরীরা ভবনের মধ্যে ও ভবনের চারপাশে সার্বক্ষণিক টহলে থাকবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার. সব অফিসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ব্যবস্থা গ্রহণ করবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচ. কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তা ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মতো নিজ নিজ দপ্তরগুলোকে সতর্ক করে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চিঠিতে বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ে নিজ নিজ দপ্তরে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। নিজ নিজ সংস্থায় দ্রুততম সময়ে সচেতনতা বাড়ানোর কার্যক্রম গ্রহণ এবং ভবনের জন্য জনচলাচল স্থান উন্মুক্ত করা, সিঁড়িগুলো চলাচলের উপযোগী করা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া এসব কাজে নিয়োজিত সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দিতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একইভাবে সব ইলেকট্রনিকস যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং অফিস থেকে বের হওয়ার আগে নিজ নিজ অফিসকক্ষের সব বৈদ্যুতিক সুইচ বন্ধ করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের সব দপ্তর প্রধানদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত অগ্নিদুর্ঘটনা রোধে এ মন্ত্রণালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর দাপ্তরিক কাজে ব্যবহৃত সব ইলেকট্রনিকস যন্ত্রপাতির যথাযথ ব্যবহার এবং অফিস থেকে বের হওয়ার সময় নিজ নিজ কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, সকেট প্লাগগুলো বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ১১ দিন পর গতকাল খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে পোড়া সাত নম্বর ভবন। ৯ তলা ভবনের পাঁচতলা পর্যন্ত অফিস চালু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা গতকাল থেকে সেখানে অফিস করা শুরু করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুড়ে যাওয়া চারটি তলা (ছয় থেকে ৯ তলা) ছাড়া বাকি পাঁচতলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।</span></span></span></span></p>