ময়মনসিংহের ভালুকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্মাণাধীন সঞ্চালন লাইনের একাধিক খুঁটি। এর প্রভাবে পাশের চলমান লাইনের একটি খুঁটি ভেঙে বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপজেলার মল্লিকবাড়ি, নয়নপুর ও আঙ্গারগাড়া এলাকায় প্রায় ৩ হাজার গ্রাহক।
রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ভালুকা-মল্লিকবাড়ি সড়কে মল্লিকবাড়ি বাজার সলগ্ন ব্রিজের পাশে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ সকালে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যায়।
এতে ভালুকার মল্লিকবাড়ি এলাকায় ভালুকা-সখিপুরগামী ৩৩ হাজার ও ১১ হাজার ভোল্টের পিডিবির নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের ৫টি খুঁটি উপড়ে পাশের একটি মাছের খামারে পড়ে যায় এবং একই স্থানের ৪টি খুঁটি হেলে পড়ে। এর ফলে পাশে পিডিবির চলমান ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ লাইনের দুটি খুঁটি ভেঙে উপজেলার মল্লিকবাড়ি, নয়নপুর পাশের ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামের একাংশের প্রায় ৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।
উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান জানান, ভালুকা-মল্লিকবাড়ি সড়কের ওই স্থানে সড়কের পাশ ঘেঁষে মাছের খামার করায় সড়কের পাশের মাটি নরম হয়ে খুঁটিগুলো সামান্য ঝড়েই উপড়ে পড়েছে।
অপরদিকে, মাছের খামার এলাকায় অপরিকল্পিতভাবে বিদ্যুতের খুঁটি পোতা না হলে হয়তো এমটি হতো না বলে তিনি জানান।
পিডিবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী হাসনাইন জামান জানান, মাছের খামারের পাশের মাটি নরম থাকায় ঝড়ে বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে ও হেলে পড়েছে।
পিডিবি ভালুকার নির্বাহী সহকারী প্রকৌশলী আনোয়ারুজ্জামান জানান, নির্মাণাধীন লাইনের কয়েকটি খুঁটি উপড়ে পড়ার প্রভাবে পিডিবির চলমান লাইনের একটি ভেঙে ভালুকার তিনটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ চলছে।