ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩২৩ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইনফোমাইগ্রেন্টস
ইনফোমাইগ্রেন্টস
শেয়ার
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩২৩ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
সম্প্রতি আলাদা দুটি উদ্ধার অভিযানে মোট ৩২৩ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। ছবি : আইতা মারি

সম্প্রতি আলাদা দুটি উদ্ধার অভিযানে মোট ৩২৩ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ আইতা মারি ও লাইফ সাপোর্ট।

স্প্যানিশ উদ্ধার জাহাজ আইতা মারি এক্সে গত শনিবার জানায়, সেন্ট্রাল ভূমধ্যসাগরে ঝুঁকিতে থাকা দুটি নৌকা থেকে ১০৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় সাগরে ভাসছিল। তাদের মধ্যে ১৩ জন নারী ও ১৩ জন শিশুও ছিল।

এই উদ্ধার অভিযানের পর ইতালি কর্তৃপক্ষ জাহাজটিকে দেশটির সালারনো বন্দরে নোঙর করার নির্দেশ দেয়। তবে যাত্রীদের শারীরিক অবস্থা ও প্রতিকূল আবহাওয়ার কারণে কাছের একটি বন্দরে নামার অনুমতি চেয়েছিল আইতা মারি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের অনেকেই ঠাণ্ডা ও আর্দ্রতার কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছিল। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে মোট ১১টি দেশের নাগরিক ছিল।

তাদের অবস্থান নিশ্চিত করে উদ্ধার সহায়তায় কাজ করা ‘অ্যালার্ম ফোন’ শনিবার সকালে দুইবার বিপদের সংকেত পাঠানোর পরই উদ্ধার অভিযান শুরু হয়েছিল।

আইতা মারি পরিচালনাকারী সংগঠন সালভামেন্তো মারিতিমো হুমানিতারিও জানিয়েছে, ‘হতে পারে, এটিই আমাদের এই জাহাজের সর্বশেষ অভিযান। কারণ ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতিমালা শিগগিরই কার্যকর হতে যাচ্ছে। ফলে ভূমধ্যসাগরে উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

এদিন দ্বিতীয় উদ্ধার অভিযানটি পরিচালনা করেছে ইতালীয় এনজিও ইমার্জেন্সি পরিচালিত উদ্ধার জাহাজ লাইফ সাপোর্ট। জাহাজটি লিবিয়ার উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় তিনটি পৃথক অভিযান চালিয়ে মোট ২১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করতে সক্ষম হয়।

জাহাজটির মিশনপ্রধান জোনাথন নানি লা তেরা জানান, প্রথম নৌকাটির যাত্রীরা লাইফ জ্যাকেট ছাড়াই ভাসছিল এবং নৌকাটিতে পানি ঢুকে গিয়েছিল। উদ্ধারকৃতদের মধ্যে ৪৮ শিশু ও ৪২ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা ইরিত্রিয়া, সোমালিয়া, বাংলাদেশ, ক্যামেরুন, মালি, আইভরি কোস্ট, ঘানা, বুরকিনা ফাসো, বেনিন থেকে এসেছে বলে জানিয়েছে এনজিও ইমার্জেন্সি।

উদ্ধার শেষে জাহাজটিকে ইতালির আনকোনা বন্দরে নোঙরের নির্দেশ দেওয়া হয়েছে। লাইফ সাপোর্ট ২০২২ সালের ডিসেম্বর থেকে ভূমধ্যসাগরে কাজ করছে। এনজিওটি এখন পর্যন্ত দুই হাজার ৭০১ জন অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে’
সংগৃহীত ছবি

মহাকাশ প্রযুক্তিতে ঢাকার একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ও তুরস্ক যদি একে অন্যকে সহযোগিতা করে, তাহলে উভয় দেশের জন্যই লাভজনক হবে।’

তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতিক ফোরামের (এডিএফ) ফাঁকে ‘টার্কিশ এয়ারোস্পেস’-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত ডেমিরোগ্লুর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে বিনিয়োগের খাত অন্বেষণ ও মানবসম্পদ উন্নয়নে সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে একমত পোষণ করেছে।

পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ অন্বেষণ ও ভবিষ্যতে সহযোগিতার জন্য ‘টার্কিশ এয়ারোস্পেস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছে।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতিক ফোরাম (এডিএফ)-২০২৫’ শুরু হয়েছে।

এই ফোরামের প্রতিপাদ্য হলো, ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করেছে। 

বিশ্বনেতা, নীতি-নির্ধারক, শিক্ষাবিদ, ব্যাবসায়িক বিশেষজ্ঞদের পাশাপাশি গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন ফোরামে। এই ফোরামের মাধ্যমে কিভাবে কূটনীতির পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া যায় এবং একটি বিভক্ত বিশ্বে সম্মিলিত পদক্ষেপের একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়, তা অনুসন্ধান করার কথা জানিয়েছেন আয়োজকরা।

২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি, পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথি ফোরামে অংশগ্রহণ করেছেন।

মন্তব্য

ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদল লাখো মানুষ
ছবি : বিএনপি মিডিয়া সেলের সৌজন্যে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় করা হয় এই বিশেষ মোনাজাত। মোনাজাতে অংশ নেওয়া মানুষের চোখে ছিল অশ্রু। শনিবার (১২ এপ্রিল)  বিকেল পৌনে ৪টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৪টার দিকে।

মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। 

মোনাজাতে বলা হয়, ইসরাইল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান।

আরো পড়ুন
চারুকলায় ফ্যাসিস্টের মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

চারুকলায় ফ্যাসিস্টের মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

 

মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতা হৃদয়ে নিয়ে মানুষ প্রার্থনা করে শান্তির জন্য।

একই সঙ্গে মোনাজাতে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা, শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ, বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হওয়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিমবিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আরো পড়ুন
দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের

দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের

 

এদিন সকাল থেকেই দেশ ও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় নানা বয়স ও পেশার মানুষ। সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে একত্রিত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখরা। এক মঞ্চে দাঁড়িয়ে দল-মত-নির্বিশেষে সবাই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেয় এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানায়।

শনিবার সকাল থেকেই ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করে। শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

মন্তব্য

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ : আলী রীয়াজ
সংগৃহীত ছবি

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের। কমিশন ও সরকার দাবি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কী প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন।’

আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

 

আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চায় কমিশন। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে আশা করি।’

আরো পড়ুন
পাগলা মসজিদে দানের টাকায় হবে ‘মেগাপ্রকল্প’

পাগলা মসজিদে দানের টাকায় হবে ‘মেগাপ্রকল্প’

 

সংলাপে বাংলাদেশ জাসদের নেতারা জানান, সংবিধানে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে।

এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবিধানের শুরুতে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ রাহমানির রাহিম রাখা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বয়সসীমা কমানোর বিষয়ে দ্বিমত জানিয়েছেন তারা।

সংলাপে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংলাপে জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

শুরুতে নিজেদের প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।

এদিকে সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে বিকেলে ঐকমত্য কমিশনের সাথে জাকের পার্টির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুইয়া, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেছা জামান রেণু প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন।

এ পর্যন্ত ৩২টি দল তাদের মতামত দিয়েছে। 

লিখিত মতামতের ভিত্তিতে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি ও নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

প্রাসঙ্গিক
মন্তব্য

দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের
সংগৃহীত ছবি

দ্রুত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার (১২ এপ্রিল) বিএফইউজে নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। 

ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খায়রুল বাশার, এ কে এম মহসিন, বাছির জামাল, শহীদুল ইসলাম, এরফানুল হক নাহিদ, আবু বকর, শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, খুরশীদ আলম, ম হামিদুল হক মানিক, আবু হানিফ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কাজী বিপ্লব হাসান, সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন
যৌতুক বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : ধর্ম উপদেষ্টা

যৌতুক বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : ধর্ম উপদেষ্টা

 

সভায় সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ; সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক খুনের বিচার; সাংবাদিক সুরক্ষা আইন; ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল; গণমাধ্যমের ওপর থেকে সব ধরনের চাপ বন্ধের উদ্যোগ গ্রহণ; সাংবাদিকদের বিরুদ্ধে  করা সব মিথ্যা মামলা প্রত্যাহার; গণমাধ্যমের বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল পরিশোধের উদ্যোগ এবং গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার দাবি জানানো হয়।

 

সভার এক সিদ্ধান্তে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা এবং গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

আরো পড়ুন
যাত্রীর চাপে টিকিট ছাড়াই ভ্রমণ চলছে মেট্রো রেলে

যাত্রীর চাপে টিকিট ছাড়াই ভ্রমণ চলছে মেট্রো রেলে

 

সভার অন্য এক সিদ্ধান্তে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কমিটি বাতিল করে সিনিয়র সাংবাদিক বদিউল আলমকে আহ্বায়ক করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আবু সিদ্দিক ওসমানী, হাসানুর রশিদ, এম আর মাহবুব ও মোহাম্মদ হাশিম।

মন্তব্য

সর্বশেষ সংবাদ