অপ্রত্যাশিত রেকর্ডে প্রিমিয়ার লিগ থেকে অবনমন সাউথ্যাম্পটনের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অপ্রত্যাশিত রেকর্ডে প্রিমিয়ার লিগ থেকে অবনমন সাউথ্যাম্পটনের
ছবি : এএফপি

মৌসুমে এখনো সাতটি লিগ ম্যাচ বাকি সাউথ্যাম্পটনের। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কে সাউথ্যাম্পটনের অবনমন। গতকাল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারের পর নিশ্চিত হয় অবনমন। 

প্রতিপক্ষের মাঠে রবিবার ৩-১ ব্যবধানে হারে সাউথ্যাম্পটন।

৩১ ম্যাচে এটি তাদের ২৫তম হার। স্রেফ দুই জয় ও ৪ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তলানিতে তারা।

অবনমন হয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠল সাউথ্যাম্পটনের। প্রিমিয়ার লিগের ইতিহাসে এত আগে অবনমন হয়নি কোনো ক্লাবের।

অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এতদিন যৌথভাবে ছিল ইপ্সউইচ টাউন ও ডার্বি কাউন্টির। ১৯৯৪-৯৫ মৌসুমে ইপ্সউইচ ও ২০০৭-০৮ মৌসুমে ডার্বি কাউন্টির ৬ ম্যাচ আগেই অবনমন নিশ্চিত হয়ে গিয়েছিল।

আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাউথ্যাম্পটন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার শঙ্কায় তারা।

২০০৭-০৮ মৌসুমে ১১ পয়েন্ট পেয়েছিল ডার্বি কাউন্টি।

লিগে সাউথ্যাম্পটনের পরের ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে, আগামী শনিবার।

মন্তব্য

সম্পর্কিত খবর

স্টেডিয়ামে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ, দুজনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
স্টেডিয়ামে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ, দুজনের মৃত্যু
দুই ফুটবল সমর্থকের মৃত্যুর পর ম্যাচ বাতিল করেছে কনমেবল। ছবি : এএফপি

আনন্দ নিতে গিয়ে জীবন হারাবেন এমনটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি দুই সমর্থক। গতকাল কোপা লিবের্তাদোরেসের ম্যাচ শেষে হাসিমুখে বাড়ি ফেরার বিপরীতে লাশ হয়ে ফিরতে হয়েছে তাদের।

চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। চিলির ক্লাব কোলো কোলোর বিপক্ষে ব্রাজিলের ক্লাব ফোর্তালেজার  মুখোমুখি হওয়ার আগে ঘটনাটি ঘটে।

জানা যায়, ম্যাচ শুরুর আগে ১০০ জন দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে দুই জন প্রাণ হারান।

আরো পড়ুন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

 

মৃত দুজনের একজন ১৩ বছরের বালক এবং অপরজন ১৮ বছরের তরুণী বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমকে তরুণীর বোন বারবারা পেরেজ জানিয়েছেন, সংঘর্ষের সময় স্টেডিয়াম ধসে পড়লে তার বোন একটি বেষ্টনীর নিচে আটকা পড়ে।

সে সময় পুলিশের একটি গাড়ি তাকে পিষে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।

আরো পড়ুন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

 

এমন ঘটনায় পরে ম্যাচ বাতিল করেছে কনমেবল। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘কোলো কোলো ও ফোর্তালেজার ম্যাচ শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহত।

নিহত ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরো পড়ুন
৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল

৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল

 

ঘটনায় পুলিশের গাড়ির সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চিলির প্রসিকিউটর ফ্রান্সিসকো মোরালেস। তিনি বলেছেন, ‘আমরা জেনেছি, বেষ্টনীর নিচে আটকা পড়ে দুজন মারা গেছেন। তাদের মৃত্যুতে পুলিশের গাড়ির কোনো সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৬৪ দলের বিশ্বকাপ চায় কনমেবল
প্রতীকী ছবি

৬৪ দলের বিশ্বকাপ ভাবনাকে বাজে বলে মত দিয়েছিলেন আলেক্সজান্ডার সেফেরিন। উয়েফার সভাপতি এত দলের বিশ্বকাপ আয়োজনে সম্মতি না দিলেও ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাব দিয়েছে কনমেবল।

গতকাল ফিফাকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ  নিয়ন্ত্রক সংস্থার সভা শেষে ডমিঙ্গেজ বলেছেন, ‘বিশ্ব মঞ্চের অভিজ্ঞতা সব দেশকে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

আনন্দ নেওয়া থেকে যেন গ্রহের কোনো দলই বাদ না যায়।’

আরো পড়ুন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

 

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল হলেও শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ উরুগুয়েতেই হয়েছিল। এমন উদযাপন একবারই করার সুযোগ পাওয়া যায় বলে শতবর্ষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় কনমেবল।

ডমিঙ্গেজ বলেছেন, ‘শতবর্ষ উদযাপনকে অদ্বিতীয় করতে হবে। কেননা ১০০ বছরের উদযাপন একবারই করা যায়।’

এর আগে ফিফার সভায় শতবর্ষ বিশ্বকাপে ৬৪ দলের প্রস্তাব দিয়েছিলেন উরুগুয়ের এক প্রতিনিধি। গত ৬ মার্চের সেই সভায় দ্বিমত পোষণ করেন সেফেরিন।

তিনি বলেছিলেন, ‘প্রস্তাব শুনে আপনাদের চেয়েও বেশি অবাক হয়েছিলাম। আমি মনে করি, এটি বাজে পরিকল্পনা। বিশ্বকাপের জন্য এটি ভালো পরিকল্পনা নয়, এমনকি বাছাইপর্বের জন্যও। জানি না এটি কোত্থেকে এসেছে।অদ্ভূত লাগছে যে, ফিফা কাউন্সিলে প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না!’

আরো পড়ুন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

 

২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হবে কিনা তা ঠিক করার যথেষ্ট সময় পাচ্ছে ফিফা।

তবে ২০২৬ বিশ্বকাপ যে ৪৮ দলের হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আগের থেকে ১৬ দল বেশি নিয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বিশ্বকাপ হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার সামিতও
বাংলাদেশের হয়ে খেলতে চান কানাডার মিডফিল্ডার সামিত। ছবি : সংগৃহীত

হামজা চৌধুরী অভিষেকের পর থেকেই জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। কানাডিয়ান ফুটবলার সামিত সোমও তাদের মধ্যে একজন। সামিত শুধু আগ্রহ প্রকাশ করেই নিজের কাজ শেষ করেননি, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাফুফেকে সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করতেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে সামিত যে খেলতে রাজি হয়েছেন তা আজ নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

বাংলাদেশের গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কত দিন লাগবে এসব জানতে চেয়েছে সে। সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের থেকে জানতে চেয়েছে।’

বাংলাদেশের হয়ে খেলবেন কিনা তা জানানোর জন্য এর আগে বাফুফের কাছে সময় চেয়েছিলেন সামিত।

এপ্রিলে জানানোর কথা ছিল বলেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফাহাদ করিম। বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যাবে এমন আশা করে বাফুফের সহ-সভাপতি বলেছেন, ‘কয়েক ঘণ্টা পর বিস্তারিত আলোচনা হবে। তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমরা আশা করি বাংলাদেশের জার্সিতে তাকে দেখতে পারব।’

সামিতের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি।

ফিফার সব প্রক্রিয়া সম্পন্ন হলে ২৭ বছর বয়সী মিডফিল্ডারের তাই বাংলাদেশের হয়ে খেলতে কোনো সমস্যা হবে। সব ধরণের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করতে পারলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তাকে দেখা যেতে পারে।

বাংলাদেশের জার্সিতে খেলতে চাওয়ার আগেই অবশ্য কানাডার হয়ে প্রতিনিধিত্ব করেছেন সামিত। ২০২০ সালে কানাডার জার্সিতে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এর আগে অনূর্ধ্ব-২০ ও ২১ দলের হয়ে খেলেছেন সামিত।

বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কালাভরি এফসিতে খেলছেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত
নাজমুল হোসেন শান্ত। ছবি : কালের কণ্ঠ

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও শক্তির বিচারে বাংলাদেশের থেকে অপেক্ষাকৃত দূর্বল দল জিম্বাবুয়ে। তবে প্রতিপক্ষকে এমনটা ভাবতে নারাজ নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের চোখে, সব প্রতিপক্ষ সমান।

দল হিসেবে শক্তিশালি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়েকেও মনে করেন শান্ত।

মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলনের ফাঁকে বাঁহাতি ওপেনার বলেছেন, ‘কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা... প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।

আরো পড়ুন
৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

 

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে। প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ নিয়ে শান্ত বলেছেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এ সিরিজেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তা থাকবে না।

একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’

আরো পড়ুন
হলিউডের চলচ্চিত্রে রোনালদো

হলিউডের চলচ্চিত্রে রোনালদো

 

জিম্বাবুয়েকে সমীহ করলেও প্রতিপক্ষকে হারিয়েই টেস্টে উন্নতি করার কথাও জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘যদি গত বছরের টেস্ট ক্রিকেট দেখেন, আগের চেয়ে আমাদের উন্নতি হয়েছে। যতটুকু মনে পড়ে, ৪ (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম।

এ বছর আরো ৬টা টেস্ট আছে, গত বছরের চেয়ে আমরা কিভাবে ভালো ফল করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। তাহলেই আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ