<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাডমিন্টনের মাঠে আগে-পরে খেলা নিয়ে বন্ধুদের ঝগড়া পরিণত হলো মারামারিতে। এতে প্রাণ গেল ইউসুফ বেপারী নামের একজনের। গত শুক্রবার রাত ৮টায় ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা গ্রামে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যা থেকে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবকরা ব্যাডমিন্টন খেলছিলেন। সে সময় আগে-পরে খেলা নিয়ে ইউসুফ বেপারীর ছেলে সিরাজের সঙ্গে দিদার ও লিটনের সঙ্গে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে দিদার, লিটন, এলমেসসহ আরো কয়েকজন দিদারের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে সিরাজের বাবা ইউসুফ বেপারী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁকে প্রথমে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>