<p>ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরিবেশ আইন লঙ্ঘন করায় ৩টি ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।</p> <p>বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।</p> <p>জানা গেছে, উপজেলার বোয়ালিয়া এলাকার মেসার্স নিউ বিআরবি ব্রিকস, মালিপাড়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস ও দোবিলা এলাকার মেসার্স আরাফ ব্রিকস নামের ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।</p> <p>সে সময় বিআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ‘স’ মিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও মেসার্স ভাই ভাই ব্রিকসকে ৩ লাখ টাকা ও আরাফ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।</p> <p>এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) উপস্থিত ছিলেন।</p>