<p style="text-align:justify">ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার মতিয়ার রহমান শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তাকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।</p> <p style="text-align:justify">ওসি বলেন, ‘কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আমার জানা নেই। তবে আমাদের কাছে হস্তান্তরের পর বিস্তারিত বলতে পারব।’</p> <p style="text-align:justify">ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।</p> <p style="text-align:justify">তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতবছর তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেন নির্বাচন সংশ্লিষ্টরা।</p>