<p style="text-align:justify">ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।</p> <p style="text-align:justify">আটকরা হলেন ভারতের উত্তর প্রদেশের শাহপুর থানার বাশারতপুর গ্রামের জাউন কল্লবীন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের কাজল বার্মা।</p> <p style="text-align:justify">মহশেপুর-৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ কালের কণ্ঠকে বলেন, ‘ভারতীয় সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া হয়ে ভারতীয় তিন নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে- এমন খবরে অভিযান চালানো হয়। শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার পর সোপর্দ করা হয়েছে।’</p>