<p>কুমিল্লার চান্দিনা পৌরসভা। ৯টি ওয়ার্ড নিয়ে ১৪.২ বর্গকিলোমিটারের এই পৌরসভার বর্জ্য এখন কর্তৃপক্ষের গলার কাঁটায় পরিণত হয়ে দাঁড়িয়েছে। আজ মহাসড়কের পাশে, তো কাল আঞ্চলিক সড়কের পাশে বর্জ্য ফেলে পরিবেশদূষণ করতে থাকা পৌর কর্তৃপক্ষ এখন আবর্জনা ফেলার স্থানই পাচ্ছে না। নিরুপায় হয়ে পৌর এলাকার ময়লাই পরিষ্কার করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৌর সদরসহ গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তূপ এখন ভাগাড়ে পরিণত হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুবিতে ভর্তির আবেদন শুরু ১ জানুয়ারি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734267392-18e2999891374a475d0687ca9f989d83.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুবিতে ভর্তির আবেদন শুরু ১ জানুয়ারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/12/15/1457802" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানায়, ১৯৯৭ সালে গঠিত চান্দিনা পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়ে প্রতিষ্ঠার ২৭ বছরেও বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান গড়ে তুলতে পারেনি। দীর্ঘদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা ফেলে সংবাদকর্মীদের তোপের মুখে মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কের পাশে ময়লা ফেলতে শুরু করে। চান্দিনা-বাড়েরা সড়কের ডুমুরিয়া এলাকায় কয়েক বছর ময়লা ফেলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেখানেও জনরোষে পড়ে পৌর কর্তৃপক্ষ। অবশেষে বাধ্য হয়ে পৌর ভবনের সীমানাপ্রাচীরের ভেতরের নিজস্ব মাঠে ময়লা ফেলতে শুরু করে। কিন্তু কয়েক দিনের ময়লায় পৌর ভবনেই যখন প্রবেশ করা দুষ্কর, তখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন চান্দিনার কাঠেরপুল এলাকার সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ময়লা ফেলা শুরু করে পৌর কর্তৃপক্ষ। সর্বশেষ সপ্তাহখানেক আগে সেখানেও হাইওয়ে পুলিশের বাধার মুখে পড়ে চান্দিনা পৌরসভা। বর্তমানে পৌর এলাকার ময়লা-আবর্জনা ওঠানোই বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। যে কারণে পৌর সদর চান্দিনা বাজারসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনায় একাকার হয়ে পড়েছে। খোদ বাজারের মধ্যেই ময়লার স্তূপ দিন দিন ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে জনস্বাস্থ্য চরম হুমকির মধ্যে পড়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734267327-88251dcfdda65e66b671d1f6fd54e29f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/15/1457801" target="_blank"> </a></div> </div> <p>সরেজমিন দেখা যায়, চান্দিনা বাজারের প্রধান সড়কের ওপরে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। বাজারের সব ময়লা-আবর্জনার স্তূপে রয়েছে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁসহ  হাসপাতালের বর্জ্যও। ময়লার উত্কট দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম।</p> <p>চান্দিনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, আগের কোনো মেয়রই পৌরসভার আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা কিনতে পারেনি। যে কারণে বাধ্য হয়ে এখন পৌরসভার ময়লা সরানো যাচ্ছে না।</p> <p>চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন জানান, ‘পৌরসভা থেকে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা কিনতে আমরা প্রস্তূত। কিন্তু কোথাও ময়লা ফেলার স্থান কিনতে পারছি না। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। শিগগিরই যেকোনো একটি ব্যবস্থা করা হবে।’</p>