<p>কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাত জন। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের ঘাংরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p>নিহতরা হলেন- কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর কদমতুলি এলাকার নাছির উদ্দিন (৬০), আর দুই জন বাসের চালক ও চালকের সহকারী।<br />  <br /> দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।</p> <p>ওসি বলেন, রবিবার সকালে চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস চৌদ্দগ্রামের গাংরা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত সাত যাত্রীকে আশংকাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত ৩ জনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। </p> <p>ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহত বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।</p>