<p>এনসিএল টি-টোয়েন্টিতে ৫৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ৭টি চার এবং ৬টি ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরির মাত্র ৯ রান দূরে থাকতে আউট হন এই ওপেনার।</p> <p>তামিম শুরুটা করেছিলেন ধীরে। প্রথম ২০ বলে করেছিলেন মাত্র ২১ রান। ফিফটি ছোঁন ৩৭ বলে। তবে শেষ ৩৪ বলে তিনি সংগ্রহ করেছেন ৭০ রান। তার অসাধারণ ব্যাটিংয়ে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের সামনে ১৮৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। </p> <p>অন্যদিকে গতকাল বরিশালের বিপক্ষে গতকাল ৮০ রান করলেও আজ ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে করতে পেরেছেন মাত্র ৬ রান। তার দল রাজশাহীও হেরেছে। </p> <p>টস জিতে আগে ব্যাটিং করে ১৮৯ রান করা রাজশাহীর বিপক্ষে ১৮ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এই ইনিংসে আকবর তুলে নেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি। </p> <p>সিলেট আউটার স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ঢাকা মহানগর ১৯ রানে হারিয়েছে ঢাকা বিভাগকে।</p>