<p>বেলজিয়ামের তরুণ তারকা ফুটবলার বাকায়োকোকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের দুই ক্লাব নিউক্যাসল ও লিভারপুল। গেল দুই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করে ইউরোপের বিভিন্ন ক্লাবের নজর কাড়া এই ফুটবলার বর্তমানে পিএসভিতে খেলেন।</p> <p>বেলজিয়ামের বেশ কয়েকটি ক্লাবের একাডেমিতে সময় কাটানোর পর, বাকায়োকো ২০১৯ সালে পিএসভিতে যোগ দেন। ২০২১-২২ মৌসুমে ডাচ দ্বিতীয় বিভাগের ইয়ং পিএসভির হয়ে ১৭ গোল করার পর, এই উইঙ্গারকে পরের মৌসুমের জন্য সিনিয়র দলে নেওয়া হয়। গত দুই বছরে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন বাকায়োকো।</p> <p>নিউক্যাসল তাদের দলে একজন রাইট উইঙ্গার চায়। বাকায়োকো তাদের প্রধান লক্ষ্য। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে নেওয়ার জন্য জানুয়ারিতে কোনো প্রস্তাব দেওয়া সম্ভব নাও হতে পারে।</p> <p>জানা গেছে , নিউক্যাসলের প্রস্তাব ‘হাইজ্যাক’ করতে চায় লিভারপুল। দরটির কোচ আর্নে স্লট ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে ভেড়ানোর চেষ্টা করছে। পিএসভির পক্ষ থেকে এই তারকার জন্য অন্তত ৬০ মিলিয়ন ইউরো দাবি করছে। যা লিভারপুলের সামর্থ্যের মধ্যে রয়েছে, কারণ গ্রীষ্মে দলবদলে তাদের তুলনামূলকভাবে কম খরচ হয়েছে। স্লট মোহাম্মদ সালাহর দীর্ঘমেয়াদি উত্তরসূরি হিসেবে বাকায়োকোকে দেখছেন।</p>