<p>বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ-১) পরীক্ষার চূড়ান্ত ফলফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটায় উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।<br />  <br /> বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য নির্ধারিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় ২ হাজার ৬৫৫ জনশিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২ হাজার ২৭৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন এ+, ৪৯৭ জন এ, ৮৩৯ জন এ-, ৭৫০ জন বি, ১৭৪ জন সি গ্রেডে উত্তীর্ণ হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবি না মানলে ১ জানুয়ারি থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734268468-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবি না মানলে ১ জানুয়ারি থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/15/1457810" target="_blank"> </a></div> </div> <p>উপাচার্য কর্তৃক এ ফলাফল ঘোষণাকালে প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাতআরা নাজনীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, অধ্যাপক ড. ইকবাল হুসাইন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। </p> <p>এ ফলাফল বাউবির ওয়েব সাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।</p>