<p>ভালোবাসা অনেকভাবেই বুঝতে পারা যায়। বুঝতে পারা যায় ভালো না বাসাও। কিন্তু সব অনুমান তো সব সময় সত্যি হয় না। অনেক সময় নিছক বন্ধুত্বকেই ভালোবাসা ভেবে অনেকে ভুল করে বসেন। অন্যের শুভ কামনাকে হৃদয়ের আহ্বান মনে করে এগিয়ে যান। এমন ভুল যে কাউকে বিব্রত করতে পারে, ব্যথিত করতে পারে। তবে ভালোবাসা বোঝার কিছু উপায় আছে। কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন যে অপর মানুষটিও আপনাকে ভালোবাসে। কী সেই লক্ষণ, চলুন জেনে নেওয়া যাক-</p> <p>আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে কি না, তা বুঝতে পারছেন না। এমন পরিস্থিতিতে তার মনের অভিব্যক্তি বা শরীরের ভাষা মনোযোগ দিয়ে তার হৃদয়ের অবস্থা বোঝার চেষ্টা করতে পারেন।</p> <p>উদাহরণস্বরূপ, যদি সে আপনাকে দেখে হাসে এবং দ্বিধা নিয়ে কথা বলে, তবে এটি ইঙ্গিত দেয় যে তার আপনার জন্য কিছু আবেগ রয়েছে। যদি তার মুখে নার্ভাসনেস ও অস্থিরতা উভয়ই থাকে, তবুও সে আপনার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজে পায় তাহলে সবুজসংকেত হিসেবে বিবেচনা করতে পারেন।</p> <p>যদি সে আপনার সব কিছুর জন্য প্রশংসা করে, তবে সম্ভবত সে আপনাকে পছন্দ করতে শুরু করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভালোবাসা নানা রূপে ফিরে আসে : সাফা কবির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733209448-64e932dbe2cfc26de4b0fe57a8541fb9.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভালোবাসা নানা রূপে ফিরে আসে : সাফা কবির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/03/1453359" target="_blank"> </a></div> </div> <p>যদি সে বিশেষ দিনগুলো আপনার সামনে ভালোভাবে প্রস্তুত হয়ে আসে বা আপনার পছন্দের জিনিসগুলো ও অভ্যাসগুলো গ্রহণের চেষ্টা করে, তবে এটিও বলে যে সে আপনাকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়।</p> <p>যদি সে বারবার আপনার সম্পর্কের স্ট্যাটাস জানতে চায়, তবে এটিও বোঝায় যে সে আপনার প্রতি আগ্রহী। এর ফলে বোঝা যায়, সে আপনার প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং আপনার সম্পর্কে জানার চেষ্টা করছে।</p> <p>যদি সে আপনার সামনে লাজুক হয় এবং আপনার সঙ্গে কথা বলার সময় উচ্চৈঃস্বরে হাসে, তাহলে এটি বোঝায় যে তার মনে আপনার জন্য কিছু একটা আছে।</p> <p>যদি সে আপনার সঙ্গে খুব বেশি চোখের যোগাযোগ করে, বারবার চুল স্পর্শ করে বা নিজেকে আপনার প্রতি আকর্ষণীয় করে তুলতে চায়, তবে এর মাধ্যমেও বোঝা যায় যে তার হৃদয়ে আপনার জন্য কিছু চলছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয় দিবসে যান চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734248287-85491c69569154b2e145c52c38b11d04.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয় দিবসে যান চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/15/1457704" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া যদি আপনার সঙ্গে কথা বলার সময় সে আপনার দিকে পূর্ণ মনোযোগ দেয়, কথা বলার সময় আপনার দিকে বারবার মাথা কাত করে, আঙুলগুলো স্থির থাকে না বা বারবার তার চেয়ারটি আপনার দিকে নিয়ে আসে, তবে এটিও আপনার প্রতি তার আকৃষ্ট হওয়ার লক্ষণ।</p> <p>সূত্র : আজতক বাংলা</p>