<p>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেছন থেকে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় খড়বাহী ট্রাক্টর-ট্রলির খড়ের ওপর থেকে পড়ে নুর হায়াত (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ট্রলি চালক ও নিহতের চাচা রাকিব (৪০) এবং খড়ের উপর বসে থাকা নিহতের চাচাতো ভাই রিফাত (১৫)।</p> <p>জানা গেছে, রাকিবকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিফাতকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত হায়াত শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের মোহদিপুর এলাকার বাবর আলী ওরফে বাবুর ছেলে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ছত্রজিতপুর ইউনিয়ন পরিষদের নিকট সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের রশিকনগর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।</p> <p>শিবগঞ্জ থানার এসআই মেহেদি হাসান ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মোসাব্বির আহমেদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে শিবগঞ্জের দিকে যাওয়া ট্রলিটিকে একই দিকে যাওয়া ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে ট্রলির খড়ের ওপর বসে থাকা দুই চাচাতো ভাই সড়কে পড়ে ঘটনাস্থলে আহত হন। ট্রলি উল্টে তাদের চাচা ট্রলি চালক রাকিবও আহত হন। তিনজনকেই উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে হায়াতকে মৃত ঘোষণা করেন।’</p> <p>শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাক ও চালককে শনাক্ত এবং আটকে কাজ শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’</p>