<p>সদ্যই গ্রেপ্তার হয়েছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় তাকে। এরপর ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়। যদিও পরে সন্ধার দিকে জামিন পান তিনি। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে। রাতটা জেলেই কাটাতে হয় অভিনেতাকে। তবে এসবকিছুর মধ্যে থেমে থাকেনি বক্স অফিসে তার সিনেমাটির তাণ্ডব। একের পর এক রেকর্ড করেই চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’।</p> <p>মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল আল্লু অর্জুনের সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে দেখা যাচ্ছে সেই দৃশ্য। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বব্যাপী স্পর্শ করেছে ১২০০ কোটি টাকার মাইলফলক! ভারতেও সিনেমাটির আয় গিয়ে দাঁড়াল ৯০০ কোটির দ্বারপ্রান্তে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইফের স্ত্রীকে জোর করে চুমু খেয়ে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734252998-99503bdf89cfbb9cf2ccc0cf6d265981.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইফের স্ত্রীকে জোর করে চুমু খেয়ে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/15/1457723" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কারাগারে কেমন ছিলেন আল্লু অর্জুন? জানা গেল আসল তথ্য" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734244496-d8f2b7aebaebbba5163bf4b19a1427fa.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কারাগারে কেমন ছিলেন আল্লু অর্জুন? জানা গেল আসল তথ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/15/1457687" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমি এমনিতেই শীত পছন্দ করি : মাহি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734239461-5af20c9f17400437ae7c237ab3894788.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমি এমনিতেই শীত পছন্দ করি : মাহি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/15/1457670" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘পুষ্পা ২ : দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে ৮৫০ কোটি টাকা আয় ছাড়িয়েছে। চলতি সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে হাজার কোটির মাইল ফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।</p> <p>স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির দশম দিন শনিবার ভারতে ‘পুষ্পা ২’ আয় করেছে ৬৩ কোটি টাকা। এর আগে, নবম দিনে আয় করেছিল ৩৬ কোটি। কিন্তু আল্লু অর্জুনের গ্রেপ্তার বিতর্কে একদিনেই আয় দ্বিগুনে পৌঁছায় সিনেমাটির। আজ ১১তম দিন রবিবার এখন পর্যন্ত ২৮.১৪ কোটি আয়ের তথ্য পাওয়া যায়। যার ফলে সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৮৫৪ কোটি টাকা। </p> <p>১১ দিনে বিশ্বব্যাপী আয় ১২০০ কোটি ছাড়িয়েছে সিনেমাটির। ইতোমধ্যেই বিশ্বব্যাপী আয়ে শাহরুখ খানের পাঠান, জওয়ানের মতো সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে আল্লু আর্জুনের এই অ্যাকশন প্যাকড সিনেমা।</p> <p>এদিকে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ‘পুষ্পা ২’। অ্যাকশন ও মাসালা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বেশ ভাল লেগেছে এটি। অনেকেই ভাসাচ্ছেন প্রশংসায়। তবে সমালোচকদের প্রশ্নের তীরেও বিদ্ধ হচ্ছে সিনেমাটি। অনেকের মতে, প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি ‘পুষ্পা ২’। গল্পে দম নেই বলেই মনে করছেন অনেকে। প্রথম কিস্তির মতো বৈচিত্রতাও নেই চিত্রনাট্যে। তবে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন আল্লু অর্জুন।</p> <p>২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’। ইতোমধ্যেই ৮০০ কোটি আয় করে সেই ইঙ্গিতই দিচ্ছে ‘পুষ্পা ২’।</p>