<p>‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে সন্ধার দিকে জামিন পান তিনি। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে। রাতভর সেখানেই কাটাতে হয় অভিনেতাকে। </p> <p>শুক্রবার রাতটা জেলে কাটিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন। হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে অভিনেতা জানান, তিনি আইন মেনে চলা নাগরিক। আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে কথার সঙ্গে কাজেও মিল রেখেছেন আল্লু অর্জুন। জেলে কোনো বিশেষ ব্যবস্থার সুবিধা নেননি এ মেগাস্টার। থেকেছেন সাধারন কয়েদীর মতোই!</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমি এমনিতেই শীত পছন্দ করি : মাহি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734239461-5af20c9f17400437ae7c237ab3894788.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমি এমনিতেই শীত পছন্দ করি : মাহি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/15/1457670" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পর্দা নামল সৌদি চলচ্চিত্র উৎসবের, সেরা সিনেমা ‘রেড পাথ’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734241548-e7ef86b10652353411c21306f6b917bc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পর্দা নামল সৌদি চলচ্চিত্র উৎসবের, সেরা সিনেমা ‘রেড পাথ’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/15/1457678" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দম ফেলার সুযোগ পাচ্ছি না : পড়শী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734236507-6f3c7093d81774a849c117246c12df9e.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দম ফেলার সুযোগ পাচ্ছি না : পড়শী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/15/1457661" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে রাতে আল্লু অর্জুন জেলে ছিলেন, সেই রাতে তিনি নাকি কোনও বিশেষ ব্যবস্থা দাবি করেননি। আল্লু অর্জুন সেদিন রাতে খেয়েছিলেন সাধারণ ভাত আর সবজির ঝোল। কোনোরকম বিশেষ কোনও ব্যবস্থাই তিনি দাবি করেননি। বিশেষ কোনও রুমের ব্যবস্থাও করে দিতে বলেননি তার থাকার জন্য। </p> <p>অভিনেতা একদম সাধারণ যে কোনও বন্দির মতোই জেলে রাত কাটিয়েছেন। কোনওরকম বিশেষ পরিষেবা তিনি নেননি। এমনকী অভিনেতাকে আটক করার সময় পুলিশি জিপ নয়, সাধারণ গাড়ি করে নিয়ে এসেছিলেন পুলিশকর্তারা। গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।</p> <p>শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিনেতা জানিয়েছেন, নিহত সেই নারীর পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে আমি প্রস্তুত।  আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’</p> <p>গত ৫ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ দ্য রুল’ মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই সিনেমার প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে। সেই উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তাকে দেখতে তার অসংখ্য অনুরাগী সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কালঘাম ছুটে যায় হায়দরাবাদ পুলিশের। ভিড়ের চাপে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় সন্ধ্যা থিয়েটারে। দমবন্ধ হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। গুরুতর জখম হন সেই নারীর আট বছরের ছেলে। এই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।</p>