<p>ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আশিক কাজী (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আমিন কাজীর ছেলে।</p> <p>গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) গভীর রাত আড়াইটার দিকে মধুখালী পৌর সদরের মেছড়দিয়া গ্রামের মাদরাসার কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p>জানা গেছে, নিহত যুবক পার্শ্ববর্তী ইউনিয়নের ভূষনা লক্ষনদিয়া গ্রামে ওয়াজ মাহফিল শেষে ডেকোরেটরের মাইকের মালামাল নিয়ে নসিমনযোগে নিজগ্রাম মিরাপাড়া গ্রামে যাচ্ছিলেন আশিক। পথে পৌর সদরের মেছড়দিয়া গ্রামের দাখিল মাদরাসার পাশে সড়কের মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন পড়ে গেলে ওই তরুণ আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।</p>