<p>চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের হাটহাজারী মির্জাপুর মুহুরীহাট বটতল নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির আবুল হাসান বাবুল (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।</p> <p>শুক্রবার (১৩ ডিসেম্বের) দিবাগত রাত ৯টার দিকে তাকে বহনকারী অটোরিকশা (সিএনজি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে বাবুল গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>নিহত বাবুল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপির উত্তর গোপালঘাটা গ্রামের সিরাজুল হক মুন্সি বাড়ির মোহাম্মদ ইউনুসের ছেলে। বাবুল লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।</p> <p>উপজেলার লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম নগরী থেকে অটোরিকশা (সিএনজি) যোগে সে বাড়ি ফিরছিল। বাবুল আমার বাল্য বন্ধু। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  </p>