<p>জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশান কালীমাতা মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মন্দিরের দান বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছে মন্দির কমিটি কর্তৃপক্ষ। পুলিশ ও মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। পরে মন্দিরের লোকজন বাড়িতে চলে যায়। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের পাশে ঝিনাই নদীতে গোসল করতে এসে ঘাটে প্রতিমার কিছু ভাঙা অংশ দেখতে পায়। পরে তারা মন্দিরে গিয়ে দেখতে পায়, মন্দিরের গেট খোলা; ভেতরে কালীমূর্তি, মহাদেব, ডাকুনি, ঝুকুনি, শীতলা, শিয়াল পণ্ডিত ও মহাকাল ভৈরব প্রতিমাগুলো ভাঙচুর করেছে এবং দান বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p> </p>