<p>চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে মো. সুরুজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পেঁচিপাড়া গ্রামে নিজ বাড়ির ছাদে বিস্ফোরণে আহত হন সুরুজ। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান ওরফে ভাদুর ছেলে। তবে কিভাবে বিস্ফোরণ ঘটল তা কোনো সূত্র নিশ্চিত করেনি।</p> <p>জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান বলেন, বিকাল সোয়া ৪টার দিকে সুরুজকে তার স্ত্রী হাসপাতালে নিয়ে আসেন। তার বাম হাতের কব্জি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন ছিল।</p> <p>এ ছাড়া পুরো দেহের বিভিন্ন অংশ পোড়া ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।</p> <p>সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাদে বিস্ফোরণের আলামত রয়েছে। তবে বাড়ি খালি থাকায় পুলিশ তাৎক্ষণিক কথা বলার মতো কাউকে পায়নি। কিছু উদ্ধার হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো রাজনৈতিক দ্বন্দ্বের সম্পৃক্ততা এখনো জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।</p>