<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ল্যান্ডমাইন বিস্ফোরণে ছয় ভারতীয় সেনা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর লাগোয়া রাজৌরি জেলার নওশেরার ভবানী সেক্টরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় (নর্দান) কমান্ড সূত্রে জানা গেছে। আহতদের রাজৌরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর। অন্যরা অল্পবিস্তর আহত হয়েছেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সেনার তরফে নির্দিষ্ট কিছু এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। ভুলবশত সেগুলোর কোনো একটির কবলে পড়তে পারেন টহলদার ভারতীয় সেনারা। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>