<p>ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কোনো ফেরি আটকে নেই বলে জানান নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।</p> <p>শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ হয়।</p> <p>বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানান, নদীতে ঘন কুয়াশা এতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া ঝুঁকিও রয়েছে চলাচলে। তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ঘাটে তেমন গাড়ি নেই।</p> <p>নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন কালের কণ্ঠকে বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এই রুটে ৬টি ফেরি চলাচল করে নিয়মিত। রাত ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।</p>