<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চারজন প্রাণ হারিয়েছেন। গত বুধবার ও গতকাল বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর : </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ট্রাকচাপায় ব্যাটারিরিকশার যাত্রী ও পথচারীসহ চারজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের কাছে ওই দুর্ঘটনা ঘটে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতরা হলেন গাজীপুর নগরীর বাসন থানার নজরুল ইসলামের ছেলে মামুন (২৪), টেকনগপাড়ার মোশাররফ হোসেনের স্ত্রী সালেহা আক্তার টুকটুকি (২৩), গ্রেটওয়াল সিটির আবুল হায়াত তালুকদারের ছেলে ইমলান হাসান রাজন (৪০) এবং ঢাকার মিরপুরের মধ্য পাইকপাড়ার আলিমুদ্দিনের ছেলে দুলাল হোসেন (২৭)। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. ইব্রাহিম খান জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক চান্দনা চৌরাস্তা উড়াল সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রিকশা ও এক পথচারীকে চাপা দিয়ে একটি কাভার্ড ভ্যানকে চাপা দেয়। এতে রিকশার যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পথচারীসহ রিকশার আরো দুই যাত্রীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়া : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়ায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বাসচাপায় মো. ফয়সাল মিয়া (২০) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ বাসের চালক তৌহিদুল ইসলামকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভয়নগর (যশোর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভয়নগরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ট্রাকচাপায় সাবেক সেনা সদস্য ও মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার রাতে উপজেলার পুড়াখালী গ্রামের ফকিরবাগান এলাকায় নড়াইল-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবেক সেনাসদস্য ইসমাইল বিশ্বাস (৪০) পুড়াখালী গ্রামের ফকিরবাগান গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে। নিহত মোটরসাইকেলচালক মহসিন মল্লিক (৩৬) শংকরপাশা গ্রামের দাউদ মল্লিকের ছেলে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাঙ্গা (ফরিদপুর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাঙ্গায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মুক্তার মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর সদরের দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মুক্তার ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মৃত মোকাম মাতুব্বরের ছেলে।</span></span></span></span></p>