<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমা ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এ সময় একটি গাড়ি ভাঙচুর ও সাদপন্থী মুসল্লিসহ পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থানীয় লোকজন, তাবলিগ জামাত ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করেন বাংলাদেশি মাওলানা জুবায়েরের অনুসারীরা। এর ধারাবাহিকতায় টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় পালনের ঘোষণা দেন মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা মাঠে জোড় পালন করতে না দেওয়ার অবস্থানের কারণে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ পরিস্থিতির মধ্যে গতকাল মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা মাঠে প্রবেশ করবেন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই খবর ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে দুপুর ১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জুবায়ের অনুসারীরা। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হামলা ও ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এতে সাদ অনুসারী মুসল্লিসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতরা হলেন হাজী বশির শিকদার, রেজা আরিফ, আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ ও হাজি মনির হোসেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে এ অভিযোগ অস্বীকার করেছে মাওলানা জুবায়ের অনুসারী পক্ষ। এ বিষয়ে শুরায়ে নিজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশের কথামতো গাড়ি না ঘুরিয়ে আমাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করলে আমজনতা ও এলাকাবাসীর হামলায় সাদপন্থীদের একজন আহত হয়েছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে উভয় পক্ষের উত্তেজনার মধ্যে সড়ক অবরোধের কারণে প্রায় আধাঘণ্টার মতো বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সজাগ আছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানা যায়, তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত। এক ভাগে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী, অন্য ভাগে শুরায়ি নেজাম বা বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারীরা। তাদের বিরোধে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম পর্বে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন। চার দিন বিরতি দিয়ে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা করবেন সাদ কান্ধলভীর অনুসারীরা। কিন্তু এর মধ্যেই জোড় পালন ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p> </p>