<p>টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর শাহরিয়ার কাব্য নামে এক কলেজছাত্রের মৃত্যু। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম।</p> <p>পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কলেজ থেকে ফিরছিল দুই বন্ধু। ফেরার পথে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলটির একটি বাসের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে দুই বন্ধুই গুরুতর আহত হন। পরে গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাব্য মারা যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733978369-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/12/1456631" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, কাব্য ঘাটাইল উপজেলার বন্দকুলিয়া গ্রামের আজহার আলীর ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় আহত হন তার বন্ধু তানভীর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সে ঘাটাইল পৌরসভাধীন আনছার আলীর ছেলে।</p>