<p>সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডির পংরৌহা পাকা সড়কের বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়েছে। কার্পেটিং উঠে গেছে। সড়কে বড়-ছোট গর্তও হয়েছে। এতে বিভিন্ন যানবাহন নিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।</p> <p>উল্লাপাড়ার ভদ্রকোল পাকা সড়ক থেকে ছোটো বাখুয়া মাঝিবাড়ি মোড় অবধি প্রায় দেড় কিলোমিটার সড়ক আন্ত ইউনিয়নের সংযোগ সড়ক। ভদ্রকোল পাকা সড়ক থেকে পংরৌহা গ্রামের ব্রিজ অবধি এক কিলোমিটার সড়কপথ বছর সাতেক আগে এলজিইডি থেকে পাকাকরণ হয়েছে। পংরৌহা গ্রামে তিনটি চালকল আছে। এ সড়কপথে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, নসিমন, অটো ভ্যান ও নানা বাহনে চালকল তিনটিতে ধান ও চাল আনা-নেওয়া করা হয়। এ ছাড়া যাত্রী নিয়ে অটো ভ্যান চলাচল করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাদপন্থীদের ৩৮ ঘণ্টার আলটিমেটাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734240351-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাদপন্থীদের ৩৮ ঘণ্টার আলটিমেটাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/15/1457673" target="_blank"> </a></div> </div> <p>সরেজমিনে গিয়ে দেখা যায়, বছর দুয়েক হলো সড়কটির পংরৌহা পুকুর চালায়, ব্রিজ এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সড়কের ক্ষতি আরো বাড়ছে।</p> <p>পংরৌহা গ্রামের অটো ভ্যানচালক মো. পরবত মিয়া, আ. খালেক জানান, সড়কের এমন দশায় তারা অটো ভ্যান যাত্রী নিয়ে বেশ ভোগান্তি আর দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করেন।</p> <p>ধান-চাল ব্যবসায়ী রমজান মিয়া ও আরো একাধিক ব্যবসায়ী বলেন, সড়কের বেশ কয়েক জায়গায় ভাঙনে গর্ত হওয়ায় ধান ও চালবোঝাই বাহনগুলো নিয়ে সতর্কতায় চলতে হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমতলীতে ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ৪" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734243857-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমতলীতে ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/15/1457683" target="_blank"> </a></div> </div> <p>এলজিইডির উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘সড়কটির পাকা অংশ মেরামতে উদ্যোগ নেওয়া আছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ মিললে এর মেরামতকাজ করা হবে।’</p>