<p>চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে বসুন্ধরা শুভসংঘ। এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীদের এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখা। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—</p> <p><img alt="বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিতে বসুন্ধরা শুভসংঘের শ্রদ্ধা" height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/05-12-2024/Rif/09-12-2024-P4-3.jpg" style="float:left" width="300" /></p> <p>চাঁপাইনবাবগঞ্জ : বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর মরহুমের সমাধিতে বসুন্ধরা শুভসংঘ শ্রদ্ধা জানিয়েছে। শুভসংঘ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল-ইমরান বসুন্ধরা শুভসংঘের শিবগঞ্জ শাখার মাসুদ রানা, আলমগীর জুয়েলসহ সদস্যরা, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা এ সময় উপস্থিত ছিলেন এবং বীর শ্রেষ্ঠের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।</p> <p>গতকাল ১৪ ডিসেম্বর ছিল বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাতবার্ষিকী। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই সূর্যসন্তান।</p> <p>শনিবার সকালে ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রেহাইচরে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি এবং দোয়া-মোনাজাত করা হয়।</p> <p>উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : নারী ফুটবলের পথচলা প্রথম থেকেই কঠিন। সামাজিক প্রতিকূল পরিবেশেও মনোবল, ঐকান্তিকতা, সর্বাত্মক চেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নারীরা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন। উল্লাপাড়ায় নারী জাগরণ প্রীতি ফুটবল ম্যাচ কিশোরী মেয়েদের ক্রীড়াঙ্গনে উৎসাহী ও ক্ষমতায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখা। এ উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে উপজেলার নারী ফুটবল একাডেমির কিশোরী খেলোয়াড়রা অংশ নেয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে উল্লাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থা একটি নারী ফুটবল একাডেমি খুলেছে।</p> <p>ওই একাডেমির কিশোরী খেলোয়াড় ‘বসুন্ধরা শুভসংঘ সভাপতি একাদশ’ ও ‘সেক্রেটারি একাদশ নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে এবং সভাপতি একাদশ ২-০ গোলে সেক্রেটারি একাদশকে পরাজিত করে এবং দুটি গোল করে সভাপতি একাদশের আলমিনা খাতুন সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পায়।</p> <p>উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মো. সামিউল ইসলাম রনি, উল্লাপাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক এ আর জাহাঙ্গীর, প্রেস ক্লাবের সদস্যসচিব নজরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক কায়েস, শুভসংঘের সদস্য মিলন, রনজু, লালন, রাশেল, রিটন, আমিনুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।</p> <p> </p>