<p>বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ঢাকা কলেজে নতুন কমিটির সদস্যদের মতবিনিময়ের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—</p> <p><img alt="ঠাকুরগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা" height="48" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/05-12-2024/Rif/09-12-2024-P4-3.jpg" style="float:left" width="350" />ঠাকুরগাঁও : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও অপরাজেয় ৭১ চত্বরে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই ও জলরং, রং পেনসিল বক্সসহ বিভিন্ন উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকেই বিশেষ পুরস্কার হিসেবে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।</p> <p>বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আলফি শাহরিন ফিহা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজা ফারিহা মারজান, কানিজ, লাবণ্য, আব্দুল্লাহ আল আজাদ, মীর ছানোয়ার হোসেন ছানু ও কালের কণ্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি সংস্কৃতিকর্মী মাহাবুব আলম রুবেল বলেন, বসুন্ধরা শুভসংঘের  এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়, যা অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য ধারণে সহায়ক ভূমিকা পালন করবে।</p> <p>ঢাকা কলেজ : বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার নতুন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়সভার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. ইকবাল হোসেন শিহাবের সভাপতিত্বে আয়োজনটিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সহসভাপতি আরিয়ান ফয়সাল, সাধারণ সম্পাদক তৌহিদল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহাদেব ঘোষ গগন, সহদপ্তর সম্পাদক আরাফাত হোসেন সোহান, সহধর্মবিষয়ক সম্পাদক খালিদ হাসান, সহক্রিয়া সম্পাদক মিলন হোসেন, সহছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক সজীব ইসলাম, সহ-অর্থবিষয়ক সম্পাদক সাদমান সাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আল হাবিবি ও শামসুল আরেফিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন ইফতিদাস সামি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিলন প্রমুখ।</p> <p>বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার  সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব বলেন, ‘আমাদের সদস্যদের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক  বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্যদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।</p> <p> </p>