<p>বগুড়ায় র‌্যাব পরিচয়ে কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। জনগণের সহযোগিতায় কলেজছাত্র ফেরদৌস সরকারকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে নরসিংদী জেলার মাধবদী থানা হেফাজতে রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।</p> <p>অপহৃত কলেজছাত্র ফেরদৌস সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত হাবিল সরকারের ছেলে। তিনি সরকারি শাহ সুলতান কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী। তদন্তের স্বার্থে গ্রেপ্তার দুই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে তারা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের ওপর হামলা : বিল দিয়ে পালিয়ে গেলন তাহেরি, আটক ৬" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734248121-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের ওপর হামলা : বিল দিয়ে পালিয়ে গেলেন তাহেরি, আটক ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/15/1457702" target="_blank"> </a></div> </div> <p>অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ২টার দিকে শহরের জহুরুল নগর এলাকায় র‌্যাবের পোশাক পরে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি ফেরদৌস সরকারকে অপহরণ করে। এরপর তারা ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে ৩ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রদান করেন।’</p> <p>মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিরা ফেরদৌসকে পেটাতে পেটাতে রাস্তা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। র‌্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ফেরদৌসকে আটক করেনি তা নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী মাহবুবা বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা করেন গতকাল শনিবার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাদপন্থীদের ৩৮ ঘণ্টার আলটিমেটাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734240351-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাদপন্থীদের ৩৮ ঘণ্টার আলটিমেটাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/15/1457673" target="_blank"> </a></div> </div> <p>পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় ফেরদৌসের পরিবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এরপর নগদ ও বিকাশ নাম্বারে ফাঁদ পেতে অপেক্ষা করে পুলিশ। বিকাশের মাধ্যমে টাকা নিতে আসায় দুই নারীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।</p> <p>বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দীন জানান, অপহৃত ফেরদৌস এবং আটক দুই নারীকে নিতে বগুড়া জেলা পুলিশের একটি টিম নরসিংদী ও নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে। র‌্যাবের পোশাক পরে এবং র‌্যাব পরিচয়ে যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।</p> <p>এদিকে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, ‘র‌্যাবের পোশাক পরিহিত ওই ব্যক্তিরা র‌্যাবের কেউ না। তারা সবাই অপহরণকারী দলের সদস্য। আমরাও তাদের ধরতে কাজ শুরু করেছি। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’</p>