<p>চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে হায়াত (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।</p> <p>আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে। নিহত হায়াত জেলার শিবগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের মো. বাবুর ছেলে।</p> <p>শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।</p>