<p>মহান বিজয় দিবসের দিন নির্ধারিত কিছু সড়কে যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ রবিবার (১৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা যাবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আপাতত গঠন হচ্ছে না পিলখানা হত্যা নিয়ে কমিশন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734247578-7a8bd8d2ecc116b43fd7b7d3163c4078.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আপাতত গঠন হচ্ছে না পিলখানা হত্যা নিয়ে কমিশন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/15/1457701" target="_blank"> </a></div> </div> <p>এ উপলক্ষে ওই দিন ভোর ৩টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনগুলোকে গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।</p> <p><strong>বিকল্প সড়ক</strong></p> <p>গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অর্থ সংকটে সরকার, আদানির বিপুল দায় মেটাতে হিমশিম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734245916-b6060266d16f3ec155f96c10042d9fd3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অর্থ সংকটে সরকার, আদানির বিপুল দায় মেটাতে হিমশিম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/15/1457693" target="_blank"> </a></div> </div> <p>কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-০১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে। </p> <p>আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনগুলো নবীনগর বাজারে বাঁয়ে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের এস এম মাহবুবুল আলম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734246844-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের এস এম মাহবুবুল আলম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/corporatecorner/2024/12/15/1457697" target="_blank"> </a></div> </div> <p>টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।</p>