<p>বিএনপি ‘জনপ্রশাসনের যুগোপযোগী ও গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে’ প্রস্তাবনা জমা দিয়েছে। আজ রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এ প্রস্তাবনা দেয় বিএনপির প্রতিনিধি দল।</p> <p>বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে এই প্রস্তাবানাপত্র জমা দেওয়া হয়।</p> <p>এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।’</p> <p>দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথা বলা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।</p> <p>আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ইসমাইল জবিউল্লাহ।</p>