<p>পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া। আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ৫ নম্বর শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মোহাম্মদ আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৮ নম্বর শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মো. আবুল বাশার হাওলাদার (৬১)। শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মোহাম্মদ কামরুল গাজী (৪২)। শেখমাটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তিনি। ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়নের আ. খালেক মিয়ার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০)। কলারদোয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। ১ নম্বর দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মো. কামরুজ্জামান মিন্টু (৪৫)। দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। </p> <p>নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বলেন, ‘আসামিদের বিরুদ্ধে না‌জিরপুর থানায় না‌জিরপুর উপ‌জেলা বিএন‌পির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোরানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এটি আমাদের একটি নিয়মিত অভিযান। এই নিয়মিত অভিযানের ফলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’</p> <p>বিগত দিনের যেসব সহিংসতা মামলার সঙ্গে জড়িত বা সম্পৃক্ততা পাওয়া যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত গ্রহণ করা হচ্ছে বিধায় অজ্ঞাত হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (১৫ ডিসেম্বর) এই পাঁচজনকে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।</p>