<p>দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে শুরু হচ্ছে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নামের একটি নতুন নাটক। এরইমধ্যে একঝাক তারকা নিয়ে নাটকটির শুটিং শুরু হয়েছে গাজীপুরের পূবাইলে।</p> <p>‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের শুটিং শুরু উপলক্ষে ঢাকার অদূরে পুবাইল বাদশা মিয়ার বাড়ি শুটিং হাউজে গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নাটকের আনুষ্ঠানিকতা শুরু হয় কেক কাটার মাধ্যমে। বৈশাখী টিভির ডেপুটি হেব প্রোগ্রাম লিটু সোলায়মান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাটকের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।  এদের মধ্যে কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান, শ্যামল মাওলা, শরাফ আহমেদ জীবন, মায়মুনা মম, একে আজাদ সেতু, সূচনা শিকদার,শ্যামন্তি সৌমি, শারমিন ইমু সাথী,তানিয়া লিজাসহ অনেকেই। সাংবাদিকদের সামনে নাটকের সার্বিক বিষয় তুলে ধরেন চিত্রনাট্যকার ইউসুফ আলী খোকন ও পরিচালক রোমান রুনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান।</p> <p>বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেব প্রোগ্রাম লিটু সোলায়মান। গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ সরল ছিলো, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবন-যাপনের সবকিছু। যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। এ নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প।</p>