<p>চট্টগ্রাম মহানগর যুবলীগের গত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল দুপুরে নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকা থেকে তাকে আটকের পর ডবলমুরিং থানায় নেওয়া হয়। নগরের ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, দেলোয়ার হোসেন খোকার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানায় মামলা আছে। এ ছাড়া আর কোথাও মামলা আছে কি না তা দেখা হচ্ছে। আগামীকাল (রবিবার) আদালতে পাঠানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১টার দিকে নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় একটি শপিং সেন্টারের সামনে খোকাকে দেখে অবরুদ্ধ করে স্থানীয় লোকজন।</p> <p> </p>