<p>বিশ্ব ইজতেমার দেড় মাস বাকি। এর আগেই এক পক্ষের জোড় ইজতেমা শেষ হলেও অন্য পক্ষের জোড় ইজতেমা নিয়ে দুই পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এরই মধ্যে হামলার ঘটনা ও সড়ক-মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‌্যাব, এপিবিএন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল শুক্রবার নানা ঘটনায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। </p> <p>শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে সাদপন্থীদের বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।</p> <p>সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘২০ ডিসেম্বর থেকে আমরা জোড় ইজতেমা করব ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় পাঁচ জন সাথি আহত ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় আমাদের সাথি শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন।’ গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ সম্ভব নয় বলে তিনি জানান।</p> <p> </p>