<p>গোপালগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় এক ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মগাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা ও গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।</p> <p>কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে গাছের সাথে সাজোড়ে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালক মো. মাহবুর মোল্যা মারা যান। নিহত মাহবুর মোল্যার বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।</p> <p>অপরদিকে, গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন রহমত শেখ (৩০) নামে এক যুবক। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিতচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্ত করে পুলিশ।</p>