<p>ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে জাতীয় নাগরিক কমিটির তিন নেতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।</p> <p>আহতরা হলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠক জিহান মাহমুদ ও সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল ওরফে রাসেল। </p> <p>রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার এ ঘটনায় রাত সাড়ে ১০টায় রিপোর্ট লেখা পর্যন্ত কেউ অভিযোগ দেননি।<br /> মো. আতাউল্লাহ জানান, এক সহযোদ্ধার জামিন সংক্রান্ত কাজে আদালতে যান। কসবার একজন আমাকে ডেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে নিয়ে যান। পরিচয় শুনে আমিসহ সঙ্গে থাকা অন্যদের ওপর হামলা করা হয়।  </p> <p>তবে এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।</p> <p>পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানান, যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়টি মীমাংসার জন্য জেলা আইনজীবী সমিতি ভবনে দুই পক্ষের আইনজীবীরা বসেন। সেখানে যান আতাউল্লাহ। পরে সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।</p>